নবদূত রিপোর্টঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) অনুমোদন পেলে ১৮ বছরের কমবয়সীদের টিকা দেয়া হবে।
আজ (৬ সেপ্টেম্বর)সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি। অনেক শিক্ষার্থীও টিকা পেয়েছে। এ মাসে আড়াই কোটি টিকা পাবো। এতে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।
তিনি আরও জানান, ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেয়া হবে। তবে এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছি। অনুমোদন পেলে টিকা দিবো। কিছু দেশে এই বয়সীদের টিকা দিচ্ছে। সেটা নিজেদের প্রটোকল মেনে করছে।
একইসাথে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসে যে আড়াই কোটি টিকা আসছে এর মধ্যে ২ কোটি সিনোফার্মের। আর বাকি ৫০ লাখ ফাইজারের।
ডব্লিউএইচও অনুমোদন দিলে বাধা থাকবে না ১৮ বছরের কমবয়সীদের টিকা গ্রহণে।