Sunday, September 15, 2024
Homeআন্তর্জাতিকনারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ : তালেবান মুখপাত্র

নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ : তালেবান মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক:

নারীদেরকে সমাজের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান।

সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে এই মন্তব্য করেন। নারীদের ব্যাপারে তাদের দলের অবস্থানের কথা জিজ্ঞাসা করা হলে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নারী অধিকারের বিষয়ে ইতোপূর্বে বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে বলা কথাগুলোই সোমবারের সংবাদ সম্মেলনে আবারও বলেন জাবিহুল্লাহ মুজাহিদ। আর তা হচ্ছে, শরীয়া আইন বা ইসলামিক আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষা করা হবে।

কিন্তু নারীদের অধিকার ঠিক কতটা রক্ষা করা হবে বা বাস্তবায়ন করা হবে; সোমবারও সেটি খোলসা করেননি তালেবানের মুখপাত্র। তার ভাষায়, ‘নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ।’

RELATED ARTICLES

Most Popular