Sunday, September 15, 2024
Homeসারাদেশনিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ ঝড়লো ২ জনের

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ ঝড়লো ২ জনের

নবদূত রিপোর্টঃ

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ওয়ারীতে রাজধানী সুপার মার্কেট মসজিদ-সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ ঝড়লো ২ জনের।

আজ ৮ সেপ্টেম্বর(বুধবার) সকালে ওয়ারী থানার উপপরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রথমে আমরা খবর পাই। ফ্লাইওভার সংশ্লিষ্ট একজন ৯৯৯-এ ফোন করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দেয়ালে গিয়ে আছড়ে পড়েন। এতে তাঁদের মাথায় আঘাত লাগে। কান ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। যার ফলে তাদের মৃত্যু হয়।

RELATED ARTICLES

Most Popular