নবদূত রিপোর্টঃ
করোনা সংক্রমণ ফের বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা আসার পর ক্লাসে ফেরার অপেক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
আজ শুক্রবার সকালে তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সাথে টিকা দেয়ার খুব একটা সম্পর্ক নেই। কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা দেয়া হচ্ছে। বাংলাদেশেও তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নির্দেশনা অনুযায়ী টিকা কার্যক্রম চালাবে বাংলাদেশ।
এর আগে গত ৫ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, এ মাসে চীন থেকে আরও দুই কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।