Friday, September 20, 2024
Homeসারাদেশকুমিল্লা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নবদূত রিপোর্টঃ

বুরিচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে ট্রাক চাপা দিলে রিকশাটির চালক ও যাত্রীসহ ৩ জন নিহত হয়।

আজ শনিবার ভোর ৬ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, রিকশা চালক জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নেরর কালাকচুয়ার ইসমাঈল হোসেন সাগর, রিকশার যাত্রী সিলেট মৌলভী বাজারের জুড়ী এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ ও অপর যাত্রী একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ।

আটকরা হলেন- ট্রাক চালক বগুড়া জেলার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু, একই এলাকার মো. হাফিজার ররহমানেরছেলে বিল্লাল হোসেন ও আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান।

ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিলো। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। তখনই এই দুর্ঘটনার শিকার হয় তারা।

RELATED ARTICLES

Most Popular