Friday, November 15, 2024
Homeপ্রযুক্তিকাস্টমাইসড ভার্সন বন্ধ রাখায় জরিমানা গুনতে হচ্ছে গুগলকে

কাস্টমাইসড ভার্সন বন্ধ রাখায় জরিমানা গুনতে হচ্ছে গুগলকে

প্রযুক্তি ডেস্কঃ

অ্যান্ড্ররয়েড অপারেটিং সিস্টেমে কাস্টমাইসড ভার্সন বন্ধ রাখার কারণে জরিমানা গুনতে হচ্ছে গুগলকে। দক্ষিণ কোরিয়া ১৭৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে সার্চ ইঞ্জিন গুগলকে।

সম্প্রতি মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলে আধিপত্য আচরণের লাগাম টানতে টেলিকমিউনিকেন বিজনেস আইন পাস করে দক্ষিণ কোরিয়া। এটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে গুগলকে।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে অ্যান্ড্রয়ডের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ সুবিধা ও কাস্টমারদের পছন্দ উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন জানিয়েছে, ‍গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম একচেটিয়া বাজারে রয়েছে।

কেএফটিসির চেয়ারম্যান জোহ সুং-উক এক বিবৃতিতে জানান, কোরিয়া ফেয়ার ট্রেড কমিশনের সিদ্ধান্তটি যথার্থ। মোবাইল ওএস ও অ্যাপ মার্কেটে প্রতিযোগিতামূলক পরিবেশ পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular