Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যকরোনায় শনাক্তের হার ৬.৫৪ শতাংশ

করোনায় শনাক্তের হার ৬.৫৪ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। আজ করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৪১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৪ জন। করোনা শনাক্তের হার দাড়িয়েছে ৬.৫৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭২৪টি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে বিভাগে ৮ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন ও বরিশাল বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ ও রংপুর বিভাগে কেউ মৃত্যুবরণ করেননি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular