Friday, September 13, 2024
Homeস্বাস্থ্যদেশে করোনায় প্রাণহানি বেড়েছে

দেশে করোনায় প্রাণহানি বেড়েছে

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। আজ শনাক্তের হার ৫.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি।

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ২২৫ জনের। 

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৯০ হাজার ৫৪১জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে বিভাগে ৮ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রংপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular