Friday, November 15, 2024
Homeসারাদেশযশোরের পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় : কাউন্সিলর হলেন যারা

যশোরের পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় : কাউন্সিলর হলেন যারা

বিলাল মাহিনী, যশোর :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পৌরপিতা হলেন আ’লীগের দলীয় প্রার্থী ও নৌকার মাঝি সুশান্ত কুমার দাশ শান্ত।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিল হলেন (১, ২, ও ৩ নং) ওয়ার্ডে রোকেয়া বেগম, (৩, ৪, ও ৫নং) ওয়ার্ডে শিরিনা বেগম, (৭,৮ ও ৯) নং ওয়ার্ডে রাশিদা আক্তার লিপি।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে মো. তানভির হোসেন তানু, ২নং ওয়ার্ডে মো. মোস্তফা, ৩নং ওয়ার্ডে তালিম হোসেন, ৪নং ওয়ার্ডে মো. সালাম শেখ, ৫নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর বিশ্বাস, ৭নং মো. আকরাম হোসেন ফারাজী, ৮নং ওয়ার্ডে মো. বিপুল শেখ, ৯নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান।

উল্লেখ্য আজ অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা নির্বাচন সম্পূন্ন হয়েছে। নির্বাচনে ৩০ টি কেন্দ্রের ৮৮ টি বুথে ৬৩ হাজার ১শ’ ৮৬ জনভোটার, প্রার্থী মেয়র ৩,কাউন্সেলর ৫৫ জন পুরুষ, মহিলা ১১।

এবারের নির্বাচনে জাতীয় পার্টির মো: আলমগীর ফারাজী(লাঙ্গল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জাতীয় পার্টির মো: আলমগীর ফারাজী(লাঙ্গল)
তবে নানা অনিয়মের অভিযোগ তুলে নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ‍দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এইচ এম মহাসিন শেখ। সোমবার বিকেল তিনটায় নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে ঘোষনা দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

RELATED ARTICLES

Most Popular