Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যপ্রতিশ্রুতি পূরণে টিকা রপ্তানি শুরু করবে ভারত

প্রতিশ্রুতি পূরণে টিকা রপ্তানি শুরু করবে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ


ভারত তাদের উদ্বৃত্ত ভ্যাকসিন রপ্তানি আবারও শুরু করবে সামনের মাস থেকে। এর আগে করোনা মহামারীর ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে ভয়াল থাবা বসানোর পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যকাসিন রফতানি বন্ধ করে দেয় দেশটি।

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়ার মন্তব্যের বরাত দিয়ে সোমবার এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভ্যাকসিন রফতানি প্রসঙ্গে মান্দাভিয়া বলেন, ভ্যাকসিন মৈত্রী প্রকল্পের আওতায় এবং কোভ্যাক্সের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে টিকা রপ্তানি শুরু করবে ভারত।
 
তিনি আরও বলেন, করোনা মহামারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের জন্য বিশ্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি পূরণে এই রপ্তানি শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular