নবদূত রিপোর্ট:
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গ্রাহকরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে (সিএমএম) বাংলাদেশ ইকমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাসেল ও তার স্ত্রীকে মুক্তি দিলে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন বলে আশা করছেন। সরকারের কাছে তাদের দাবি, রাসেল ও তার স্ত্রীকে যেন জামিনে মুক্তি দেওয়া হয়।
আজ তিন দিনের রিমান্ড শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালতে হাজির করা হবে। এর আগে ১৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির দিনও গ্রাহকদের একাংশ রাসেলের মুক্তির দাবি জানিয়েছিলেন।