Sunday, December 22, 2024
Homeঅপরাধডিএমপির মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৫২

ডিএমপির মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৫২

নবদূত রিপোর্টঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলাকালীন ৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ও বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে ৩৩ হাজার ১৬১ পিস ইয়াবা, ১৪৩ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১ বোতল বিদেশি মদ ও ৮৬৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular