নবদূত রিপোর্ট:
‘জাতীয় পার্টিকে নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিরোধীদল মনে বাংলাদেশের মানুষ’ এমন মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন শুরু হয়েছে ২০১৪ সাল থেকে। বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচনে না যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ দলীয় জোট একটি নিথর জোটে পরিণত হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্টে যোগ দিয়ে এবং ড. কামাল হোসেনকে নেতা মেনে যে নির্বাচন করেছে তার মধ্য দিয়ে ২০ দলীয় জোট নিস্তব্ধ ও মৃতপ্রায় একটি সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু এখনও বাংলার জনগণ বিএনপিকে বিরোধীদল মনে করে। জাতীয় পার্টিকে (জাপা) মনে করে না।