নবদূত রিপোর্টঃ
পদ্মায় পানি কমার পাশাপাশি কমেছে স্রোত। এ অবস্থায় ফেরি চালুর ঘোষণা না দিলেও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় চলছে ড্রেজিং। ঘাটে আনা হয়েছে ফেরি। চলছে ধোয়া-মোছা।
৩৯ দিন ধরে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ। এতে চরম বিড়ম্বনায় শিকার হচ্ছে মানুষ। পদ্মায় পানি কমেছে, স্রোতের তীব্রতাও হ্রাস পেয়েছে। তাই ফেরি চালুর ঘোষণা না দিলেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এখন পদ্মা পাড়ি দেওয়ার একমাত্র বাহন লঞ্চ। কিন্ত সেগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিতে নদী পাড়ি দিচ্ছে। তাই যে কোনো সময় দুর্ঘটনায় আশঙ্কা করছেন ঘাট ব্যবহারকারীরা। লঞ্চ চলে শুধু দিনে। রাতে পদ্মা পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই যাত্রীরা পড়তে হয় চরম ভোগান্তিতে।
বিআইডব্লিউসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম বলছেন, বিশেষজ্ঞ টিমের পরিদর্শন শেষে, তাদের মতামতের ভিত্তিতে ফেরি চালু করা হবে।