Monday, January 6, 2025
Homeশিক্ষাঙ্গনঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

নবদূত রিপোর্ট:

সারা বিশ্বে আজ (রোববার) পালিত হচ্ছে ১১তম বিশ্ব ফার্মাসিস্ট দিবস। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান এবং অগ্রগতিকে সমর্থন জানিয়ে দিবসটি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্জন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে কার্জন হল চত্বরে এক র‍্যালী বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই দিবসটি ২০১০ সাল থেকে পালিত হয়ে আসছে। বাংলাদেশে যা পালিত হচ্ছে ২০১৪ সাল থেকে। এর আগে বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের পালনের জন্য বিশেষায়িত কোনো দিবস ছিল না। দিবসটির এবারের থিম হচ্ছে- ‘Pharmacy : Always trusted for your health’। বাংলায় আমরা বলতে পারি, ‘ফার্মেসি: আপনার স্বাস্থ্যের প্রতি সর্বদা বিশ্বস্ত।’

RELATED ARTICLES

Most Popular