Thursday, January 23, 2025
Homeলাইফস্টাইলসকালের প্রথম কফি হতে পারে মানসিক চাপের কারণ

সকালের প্রথম কফি হতে পারে মানসিক চাপের কারণ

লাইফস্টাইলঃ

কর্টিসল হরমন যা ‘স্ট্রেস’ হরমন নামে পরিচিত। সেটা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দেহে বেশি মাত্রায় থাকে।

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ফ্লোরিডা’র ‘লাং হেল্থ ইন্সটিটিউট’য়ের পুষ্টিবিদ অ্যামান্ডা মাওসেরি বলেন, যদিও কফি, কর্টিসোল এবং ‘সার্কাডিয়ান রিদম’ বা জৈবিক ঘড়ির মধ্যে পারস্পরিক ক্রিয়া নিয়ে খুব বেশি গবেষণা হয়নি, তবুও আমরা জানি আলাদাভাবে সকালে প্রথম কাপ কফি খাওয়ার আগে একটু অপেক্ষা করা একটি ভালো ধারণা।

সকালে ঘুম ভাঙার সময় কর্টিসোলের মাত্রা সর্বোচ্চ থাকে যা জৈবিক ঘড়ির ছন্দকে জেগে ওঠার ইঙ্গিত দেয়। কফিতে থাকা ক্যাফেইন কর্টিসোলের মাত্রা বাড়ায় যা জেগে উঠতে সহায়তা করলেও মানসিকচাপ গুরুতরভাবে বাড়াতে পারে, বলেন তিনি।

অকারণে কর্টিসোলের মাত্রা বাড়াতে না চাইলে ঘুম থেকে ওঠার এক ঘন্টা বা তার কিছুটা বেশি সময় পরে কফি খাওয়া যেতে পারে বলে পরামর্শ দেন এই পুষ্টিবিদ।

কফি পানের উপযুক্ত সময় হল সকাল সাড়ে নয়টার পর। এই সময়ে কর্টিসোলের মাত্রা কম থাকে।

RELATED ARTICLES

Most Popular