Friday, November 15, 2024
Homeসারাদেশকর্মবিরতিতে যাচ্ছে ডিআরডিইউ, তুলেছে ৬ দফা দাবি

কর্মবিরতিতে যাচ্ছে ডিআরডিইউ, তুলেছে ৬ দফা দাবি

নবদূত রিপোর্টঃ

পুলিশের হয়রানির অভিযোগ করে ৬ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ।

সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেছেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক দফা জানানোর পরও কোন প্রতিষ্ঠান গ্রহণ করেনি তাদের। আর যার কারণেই আন্দোলনে যাচ্ছেন তারা। 

ডিআরডিইউ এর ৬ দফা দাবীতে উল্লেখ্য-
১. অ্যাপস-নির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, কর্ম ও সময়ের মূল্য দেওয়া।
২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করা, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকা।
৩. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দেওয়া।
৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।
৫. তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স  মুক্ত রাখা।
৬. গতবছর গ্রহণ করা সব এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দেওয়া।

আজ সোমবার সকালের দিকে বাড্ডা লিংক রোডে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের শওকত আলম সোহেল নামে মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন। পরে ওই চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

RELATED ARTICLES

Most Popular