Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গনপথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল সৈকত

পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল সৈকত

নবদূত রিপোর্ট:

পথশিশুদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরের সামনে এই আয়োজন করা হয়।  এ সময় শিশুদের সাথে বেলুন উড়িয়ে এবং বস্ত্রবিতরণ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন সৈকত।

এতে অংশ নেয় অর্ধশতাধিক পথশিশু। সৈকতের সাথে সুর মিলিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারাও। সবার মুখে মুখে স্থান পেয়েছে ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

এ বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, আজ আমরা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করছি। আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বাচ্চাদের মতো একটি কোমল হৃদয় রয়েছে। সবাই জানেন তিনি বাচ্চাদের অনেক পছন্দ করেন। এই বঞ্চিত শিশুদের নানারকম সমস্যা রয়েছে। সে জায়গা থেকে আমি চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদের নতুন জামা কাপড় কিনে দিয়ে জন্মদিনটা পালন করার জন্য।

RELATED ARTICLES

Most Popular