Wednesday, December 25, 2024
Homeশিক্ষা১ অক্টোবর শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন

১ অক্টোবর শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং মহামারীর কথা বিবেচনা করে বিভাগীয় শহরে পরিক্ষা নেয়ার এ সিদ্ধান্ত নেয় ঢাবি প্রশাসন।

এবারের ভর্তি পরিক্ষায় আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী । প্রতি আসনের বিরুদ্ধে লড়বে ৪৫.৩৭ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরিক্ষার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের(চ ইউনিট) পরিক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষা হবে যেসব বিশ্ববিদ্যালয়ে

ঢাবির ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীেদের পরিক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটে কতজন লড়বেন 

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ৬৪.৯৯ জন, ‘খ’ ইউনিটে ২০.০৩ জন, ‘গ’ ইউনিটে ২১.৯০ জন, ‘ঘ’ ইউনিটে ৭৩.৮১ জন এবং ‘চ’ ইউনিটে ভর্তির জন্য প্রতি আসনে ১১৪.৭৯ জন শিক্ষার্থী ।

‘ক’ ইউনিটের ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে লড়বে ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন । ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৭০ আসনের বিপরীতে এক লক্ষ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

পরিক্ষায় সার্বিক নিরাপত্তা ও প্রশ্নফাঁসের বিষয়ে উপাচার্য বলেন, যেকোন জালিয়াতির বিরুদ্ধে সবসময় আমাদের জিরো টলারেন্স থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, গোয়েন্দা বিভাগ প্রশ্নফাঁসসহ যেকোনো বিষয়ে আমাদের সহায়তা দিবেন। সেইসাথে গণমাধ্যম কর্মীদের সহায়তার আহবান জানান তিনি। ভর্তি পরিক্ষায় বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলো পূর্ণ দিবেন বলে জানান উপাচার্য

RELATED ARTICLES

Most Popular