নবদূত রিপোর্টঃ
সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করেই বিদেশি বিজ্ঞাপন প্রচার করা হয় ভীনদেশী চ্যানেলগুলোতে। এর ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে। তাই এখন থেকে বিদেশি বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে বিদেশি চ্যানেল।
এ পরিস্থিতিতে কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, ৩০ সেপ্টেম্বরের পর ক্লিন ফিড চালাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে।
শুক্রবার থেকে সেটি কার্যকরের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।