নবদূত রিপোর্টঃ
রেলওয়ে কর্তৃপক্ষের সুখবর থাকছে ভর্তি পরীক্ষার্থীদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সাপ্তাহিক ২টি ট্রেনের ছুটি বাতিল করেছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।
বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এতে ভর্তি পরীক্ষার্থীদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।
রাবি’র ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে। যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
তাছাড়া ভর্তি পরীক্ষার্থীদের রাজশাহীতে আসা এবং ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেনে নতুন কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।