স্বাস্থ্য ডেস্কঃ
করোনা মোকাবিলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরও ৮০ লক্ষাধিক ফাইজারের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা সরবরাহ করা হবে বলে এএফপিকে জানিয়েছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা।
তিনি জানান, এই টিকাগুলো আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশে পৌঁছাবে।
আন্তর্জাতিক গভমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশকে আরও ২৫ লক্ষাধিক ডোজ করোনার টিকা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
একইসাথে আরও জানা যায়,বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফিলিপাইনে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাঠানো হবে।