Thursday, January 23, 2025
Homeসারাদেশযশোরে ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেলের উদ্বোধন

যশোরে ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেলের উদ্বোধন

নবদূত রিপোর্টঃ

যশোরে ই পাসপোর্ট সেলের শুভ উদ্বোধন হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মে. জে. মোহাম্মদ আইয়ূব চৌধূরী বলেছেন, নতুন করে পাসপোর্ট করতে হলে সঠিত তথ্য দিতে হবে। কর্তৃপক্ষের ভুল না হলে পাসপোর্টের কোন তথ্য সংশোধন করা হবে না। বিদেশ গমনে অসুবিধায় পড়তে হবে।

এখন থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ই-পাসপোর্ট সেবা চালু হবে। যশোর থেকে এই সেবা সমন্বয় করা হবে। অনলাইনে আবেদন করার পরে ২০ থেকে ২৫ দিনের মধ্যেই পাসপোর্ট পাওয়া যাবে।

ই-পাসপোর্টের সকল তথ্য স্থায়ীভাবে নিরাপদে রাখা যাবে। ই-পাসপোর্ট থেকে ৩০ সেকেন্ডের মধ্যে ব্যক্তির সকল তথ্য বের করা সম্ভব হবে। ই-পাসপোর্ট থাকলে বিদেশে কোন দুর্ভোগে পড়তে হবে না।

রবিবার (৩ অক্টোবর) যশোরে ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। যশোর জেলা পাসপোর্ট অফিসে এই সেলের উদ্বোধন করা হয়।

ই-পাসপোর্ট সেবার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, ই-পাসপোর্টে ফিঙ্গার ও মুখমন্ডলের ছাপ থাকবে। কোন ভাবেই পাসপোর্ট নকল করা যাবে না। তাই ই-পাসপোর্ট আবেদন করার সময় সকল তথ্য যাচাই-বাছাই করে পূরণ করতে হবে। বয়স, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর সঠিক ভাবে পূরণ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

বক্তব্য রাখেন জার্মানের টেকনিক্যাল প্রজেক্টের পরিচালক পার আলেকজান্ডার কোমারেক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

বিলাল মাহিনী / যশোর

RELATED ARTICLES

Most Popular