Tuesday, January 28, 2025

চলে যেও


বিলাল মাহিনী

পিচ ঢালা পথ হবো
তুমি হেঁটো আমায় মাড়িয়ে
বক্ষ বরাবর
আমায় ছুঁয়ে যাবে
তোমার নুপুর ঝরা ঘাম
আলতা রাঙা পা-যুগল গড়িয়ে।
আমায় পোড়াবে-
তোমার হিমেল অনলে।

ঘাস হবো,
আমার সবুজ বুকে বোসো চুপটি করে
আমার পাতায় হামি খেয়ে
চলে যেও…
আমাকে মাড়িয়ে যেও
অন্য কোথাও..।

RELATED ARTICLES

Most Popular