আন্তর্জাতিক ডেস্কঃ
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় শাহীন রোববার গভীর রাতে রাজধানী মাসকটের উত্তরে হানা দেওয়ার পর এটি গ্রীষ্মমণ্ডলী ঝড়ে পরিণত হয়।
ওমানে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ঘটেছে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা।
সোমবার (৪ অক্টোবর) দেশটির জরুরি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জরুরি ব্যবস্থাপনা জাতীয় কমিটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন বাটিনাহ অঞ্চলের। আরও মানুষ নিখোঁজ রয়েছে।
এর আগে রোববার মারা যাওয়া ৪ জনের মধ্যে একটি শিশু ভেসে গেছে, এছাড়াও একটি ভবন ধসে পড়ে মারা গেছে দুই এশিয়ান পুরুষ।