Tuesday, January 28, 2025
Homeসাহিত্যকবিতাশিক্ষক মানে শিক্ষাগুরু

শিক্ষক মানে শিক্ষাগুরু


মোঃ মাহমুদুল হাছান

শিক্ষক মানে শিক্ষাগুরু মানুষ গড়ার কারিগর,
জ্ঞানে গুনে ত্যাগ মহিমায় আদর্শের বাতিঘর।

শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার,
শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার।

শিক্ষক মানে শিক্ষাদাতা শিক্ষাই যাদের ব্রত,
কর্মযজ্ঞে ধৈর্যধারণে নীতিশিক্ষাই যার শপথ।

শিক্ষক মানে স্বযত্নে লালিত সকল পূন্যের দায়ভার,
জন্মের পরে মানুষ বানাতে দিয়েছে কৃপা সমাহার।

শিক্ষক মানে ভাবতে পারি যাকে, দিব্যি দিবালোক,
অভিভাবক হয়ে বন্ধুবেশে তিনিই মোদের পথপ্রদর্শক।

শিক্ষক মানে জীবনাদর্শ আলোকিত একটি ছন্দ,
একটি জাতির মেরুদণ্ড তিনি, উচ্ছাসে ভরা মহানন্দ।

শিক্ষক মানে আলোর দিশা সরিয়ে সকল অন্ধকার,
শিক্ষক দিবসে জীবন হোক তাদের, চীরসুখকর।

RELATED ARTICLES

Most Popular