আন্তর্জাতিক ডেস্কঃ
সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিলম্ব করায় তালেবানের সমালোচনায় সোচ্চার শিক্ষার্থীরা। কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, বিভিন্ন সময় আমরা দেখে এসেছি তারা একটি পরিকল্পনা নিয়ে কাজ করেন, এক মাস পার হওয়ার পরেও তা চূড়ান্ত হয় না।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে প্রস্তুতি ও পরিকল্পনা শেষ হয়েছে। শিগগিরই ইসলামিক আমিরাত-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
শিগগিরই আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়কে খুলে দেওয়া হবে। তালেবান সরকার এমন তথ্য জানিয়েছে।
আগস্টের মাঝামাঝিতে তালেবান আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নিলে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে।