বিলাল মাহিনী
নতুনদের জাগতে হবে
ফোঁটাতে হবে নতুন প্রভাত
জীর্ণতা-শীর্ণতা ঝেড়ে নব উদ্যোমে
গোলাপ-বকুলের সৌরভ ছড়াতে হবে,
হৃদয়ের সবটুকু রস গন্ধ ছড়াতে হবে পরের তরে।
মনটা উদার আকাশ হোক
দখিনা হাওয়া ছড়িয়ে যাক গাঁ থেকে শহরে
কুসুমুষ্ণ আবিরে ভরে উঠুক অশান্ত ধমনি,
চাষির মতো জীবনের বীজ বোনো মাটির দেহে
স্বপনের বীজতলায় বুনো ফল-ফসলের চারা গজাক।
চাতকের তৃষ্ণা মেটাতে এক টুকরো মেঘ হও, মরুর বুকে ফোঁটাও তৃণমালা
সূর্য হও, হও তাপাধার
আলো জ্বালো বৈশ্বিক আঁধারে
ভেঙে দাও শকুনের কালো হাত
গুড়িয়ে দাও নারীকে ঘিরে থাকা সিসি ক্যাম।