রুয়েট শাখা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নারায়নপুরে, ছাত্র,যুব,শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে, বজ্রপাতে নিহত হওয়া অসহায় পরিবারকে পোশাক ও গবাদি পশু উপহার দেওয়া হয়।
বক্তব্যে নেতারা বলেন,আমরা রাজনীতির পাশাপাশি সামাজিক, সেচ্ছাসেবী কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই এবং তা করতে পারছি এখনও পর্যন্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক,”মাজহারুল ইসলাম”।
আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক “আব্দুর রাজ্জাক”।ছাত্র অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক মোঃ হাসান আলী।যুব অধিকার আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ মোঃ মেসবাউল হক।
তাছাড়া,ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। হতাহতরা বরযাত্রী ছিলেন।