আন্তর্জাতিক ডেস্কঃ
বিভিন্ন বিষয়কে সামনে রেখে আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানরা। বৈঠকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে আলোচনা হবে।
এছাড়া আফগানিস্তানে অবস্থানরত বিদেশি নাগরিক ও কিছু আফগান নাগরিককে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হবে।
আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত তালেবানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তালেবানের বরাত দিয়ে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চত করেছে।