Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যপ্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নবদূত রিপোর্টঃ


স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ৯১৮ জন।

গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৯ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৩ জন।

RELATED ARTICLES

Most Popular