Sunday, December 29, 2024
Homeরাজনীতিজাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

নবদূত রিপোর্ট:

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে দলের নতুন মহাসচিব করা হয়েছে। শনিবার(৯ অক্টোবর) তাকে দলের মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মুজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, ২০ মিনিট আগে আমার সঙ্গে দলের চেয়ারম্যানের (জিএম কাদের) সঙ্গে কথা হয়েছে। তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, আমার এখন দায়িত্ব হচ্ছে আগামী নির্বাচনকে সামনে দলকে শক্তিশালী করা। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

এর আগে গত ২ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

RELATED ARTICLES

Most Popular