Monday, November 11, 2024
Homeশিক্ষাঙ্গনঘুমন্ত অবস্থায় মারা গেলেন ঢাবি শিক্ষক

ঘুমন্ত অবস্থায় মারা গেলেন ঢাবি শিক্ষক

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মাহবুব আহসান খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।

শনিবার ভোর সাড়ে চারটার সময় তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন একই ইন্সটিটিউটের অধ্যাপক মো. মনিনুর রশিদ।

তিনি বলেন, তার হার্টের রিং পড়ানো ছিলো এছাড়াও তার কোন জটিল রোগ ছিলো না। ধারণা করা হচ্ছে ভোর চারটা সাড়ে চার চারটার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার কর্মস্থল আইইআর ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।


আইইআরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, তার মৃত্যুতে আমরা আইইআর পরিবার শোকাহত। তার মতো মেধাবী ও দক্ষ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular