নবদূত রিপোর্টঃ
মিয়ানমারের ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষা দেয়া হবে রোহিঙ্গাদের। ভাসানচরে সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতেও জাতিসংঘ কাজ করছে বলে জানান ইউএনএইচসিআর প্রতিনিধি।
শুরুতে ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার বিরোধিতা করলেও এখন সহায়তা করতে চায় জাতিসংঘ।
এ নিয়ে সরকারের সাথে চুক্তি সই করেছে সংস্থাটি। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান এসব তথ্য।
কক্সবাজার থেকে ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নিতে চায় সরকার। এর আওতায় গত ডিসেম্বর থেকে সাড়ে ১৮ হাজার রোহিঙ্গাকে নেয়া হয়েছে সেখানে।