Thursday, December 26, 2024
Homeজাতীয়পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড 'নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল'

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড ‘নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল’

নবদূত রিপোর্টঃ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড ‘নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল’। অপেক্ষার অবসান ঘটিয়ে বিদ্যুৎকেন্দ্রে বসছে ১ম ইউনিটের বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লি।

আগামীকাল রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এটি উদ্বোধন করবেন।

আজ শনিবার বিকেলে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।


রোসাটম ও প্রকল্প সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের জন্য এই রিঅ্যাক্টর প্রেশার ভেসেল’টি রাশিয়া থেকে পানিপথে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গত বছরের অক্টোবরে দেশে পৌঁছেছে। সেটি স্থাপনের জন্য এক বছর প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়।

RELATED ARTICLES

Most Popular