Saturday, January 4, 2025
Homeরাজনীতিআ.লীগ ও বিএনপির ওপর মানুষ বিরক্ত : জাপা মহাসচিব

আ.লীগ ও বিএনপির ওপর মানুষ বিরক্ত : জাপা মহাসচিব

নবদূত রিপোর্ট:

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ কারণে মানুষ এই দুই দলের ওপর বিরক্ত। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

সোমবার (১০ অক্টোবর) মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ বিশ্বাস করে, একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। তিনশ আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন তিনি। তাই, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশ আসনে মনোনয়ন দেওয়ার জন্য কাজ করছি।

RELATED ARTICLES

Most Popular