Wednesday, January 1, 2025
Homeশিক্ষাঙ্গনঅর্থনীতিতে নোবেল পেলেন যারা

অর্থনীতিতে নোবেল পেলেন যারা

নবদূত রিপোর্ট:

শ্রমবাজারে একজন ব্যক্তির আয়ের ওপর ন্যূনতম মজুরি, অভিবাসন কিংবা পরিবারের কোনো সদস্যের আরও একটি বছর স্কুলে কাটানোর প্রভাব কেমন হয় সে বিষয়ে গবেষণা এবং অর্থনীতির গবেষণায় নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ।

সোমবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫ মিনিটের ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

পুরস্কার বিজয়ী তিনজন হলেন- কানাডার নাগরিক ডেভিড কার্ড, মার্কিন অর্থনীতিবীদ জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও ডাচ বংশোদ্ভূত গুইডো ইমবেনস।

ডেভিড কার্ড; যিনি প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবহারের মাধ্যমে শ্রম অর্থনীতিতে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করে অর্থনীতির এই নোবেলের অর্ধেক পেয়েছেন। আর অর্থনীতির গবেষণায় নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে বাকি অর্ধেক পাবেন জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট এবং মার্কিন অর্থনীতিবিদ গুইডো ডব্লিউ ইমবেনস।

RELATED ARTICLES

Most Popular