আন্তর্জাতিক ডেস্কঃ
শিয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। সোমবার সদরিস্ট মুভমেন্টের এক মুখপাত্র ও কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের পথে দেশটির শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর। ভোটের প্রাথমিক ফল অনুযায়ী, এবারে তার আসন সংখ্যা উল্লেখ্যযোগ্য বেড়েছে।
সুন্নি নেতা প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের পর ইরাকের পার্লামেন্টে শিয়া সংখ্যাগরিষ্ঠতা বাড়ছে। এছাড়া কুর্দিরাও ক্ষমতার স্বাদ পাচ্ছেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সরকার ও সরকার গঠনে ইরাকের শিয়া গোষ্ঠীগুলো প্রাধান্য বিস্তার করছে।
এর আগে ২০১৯ সালে ব্যাপক গণবিক্ষোভে সরকার পতনের পর নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।