নবদূত রিপোর্টঃ
গবেষণাখাতকে এগিয়ে নিতে অবশ্যই এমফিল-পিএইচডি ডিগ্রি চালু করা উচিত। তবে দেখতে হবে শিক্ষকদের সামর্থ্য আছে কিনা? পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারলে এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে কুবি’তেও বিশ্ববিদ্যালয়েও গবেষণা করা সম্ভব। যার ফলে নতুন নতুন পাবলিকেশন্স আসবে।
বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কিংবা উচ্চশিক্ষার দ্বার প্রসারিত করতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) এবং ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রির বিকল্প নেই।
তবে নানা সীমাবদ্ধতা এবং অধ্যাপক সংকটের কারণে প্রতিষ্ঠার ১৫ বছর পার হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনো চালু হয়নি এমফিল-পিএইচডি ডিগ্রি। কয়েকটি বিভাগ ইতিমধ্যে এমফিল-পিএইচডি ডিগ্রি চালুর আবেদন করলেও প্রশাসন বলছে ডিগ্রিধারী শিক্ষকের অভাবে চালু করা হয়নি এসব ডিগ্রি।