Saturday, December 28, 2024
Homeসারাদেশযশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিলাল মাহিনী, যশোর :

যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
জেলার ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাপায় উক্ত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে দুই যুবক মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

RELATED ARTICLES

Most Popular