Friday, December 27, 2024
Homeঅপরাধআইসিটি আইনে মামলায় তসলিমা নাসরিনসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

আইসিটি আইনে মামলায় তসলিমা নাসরিনসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নবদূত রিপোর্ট:

আইসিটি আইনে করা মামলায় লেখিকা তসলিমা নাসরিনসহ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল নিশাত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আদালতের সাধারণ নিবন্ধন জিআর শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার অপর দুই আসামি হলেন- উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর লিপা ও ভারপ্রাপ্ত সম্পাদক সুচিষ্মিতা সিমন্তি।

এর আগে ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে তসলিমা নাসরিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহজাহানপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

RELATED ARTICLES

Most Popular