Saturday, September 21, 2024
Homeধর্মসরকারের সঙ্গে আলেম-ওলামাদের বিরোধ নেই, সব শয়তানের ধোঁকা

সরকারের সঙ্গে আলেম-ওলামাদের বিরোধ নেই, সব শয়তানের ধোঁকা

নবদূত রিপোর্ট:

সরকারের সঙ্গে দেশের আলেম-ওলামাদের কোনো বিরোধ বা বিদ্বেষ নেই। যা কিছু হয়েছে এটা ছিল নিছক ভুল বোঝাবুঝি ও শয়তানের ধোঁকা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের জাতীয় কর্মী সম্মেলন ও দোয়া মাহফিলে সংগঠনটির সভাপতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান এসব কথা বলেন।

মোহাম্মদ হাসান বলেন, সরকারের অহেতুক বিরোধিতা না করে সব ভালো কাজে ও দেশের উন্নয়নে সরকারকে সমর্থন ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রকৃত ইসলামের শাশ্বত বিধানের সৌন্দর্য, ইসলামি জীবন ব্যবস্থার সুফল আন্তরিকতাপূর্ণ আলোচনার মাধ্যমে সরকারের সামনে উপস্থাপন করে ইসলামের সব কার্যক্রমের বাস্তবায়ন সরকারের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দেশের আলেমদের প্রতি অনুরোধ করছি।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে যারা কাজ করে ও করবে তাদের প্রতি এদেশের সর্বস্তরের আলেম-ওলামাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে।

RELATED ARTICLES

Most Popular