Monday, December 23, 2024
Homeঅপরাধদশমিনায় এমপির রেস্ট হাউজে আবরার স্টাইলে নির্যাতন!

দশমিনায় এমপির রেস্ট হাউজে আবরার স্টাইলে নির্যাতন!

নবদূত রিপোর্ট:

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রী কলেজের ছাত্র সজীবকে এমপির রেস্ট হাউজের একটি কক্ষে নিয়ে আবরার স্টাইলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ছাত্র অধিকার পরিষদের সমর্থক ও সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শিক্ষার্থী সজীবকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মহলাদারের নেতৃত্বে স্থানীয় সাংসদের ব্যাক্তিগত রেস্ট হাউসের এক রুমে (উপজেলা পরিষদের বিপরিত পার্শ্বে কৃষি ব্যাংকের পিছনে) নিয়ে মুখে কাপড় বেঁধে স্ট্যাম্প,প্যান্টের বেল্ট ও কাঠ দিয়ে পিঠিয়ে আহত করা হয়

গতকাল সন্ধ্যায় সবুজের দুই সহযোগী রিপন মোল্লা ও সালমানের নেতৃত্ব ৪/৫ জন সজীবকে ডেকে নিয়ে যায়। শুধুমাত্র ভিপি নুরের রাজনীতির কারণেই সবুজ মহল্লাদারের নেতৃত্ব সবুজকে অমানবিকভাবে নির্যাতন করা হয় বলে জানায় এলাকাবাসী।

তবে বিষয়টি অস্বীকার করেন সবুজ। এমন কোনো ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে স্থানীয় সাংসদ শাহজাদা সাজুকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

RELATED ARTICLES

Most Popular