নবদূত রিপোর্টঃ
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, করোনায় দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে খুলছে চবি’র আবাসিক হল। আগামীকাল সোমবার থেকে হলে উঠতে পারবেন আবাসিক ও অনুমতিপ্রাপ্তরাই।
এরইমধ্যে হল সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামীকাল সোমবার সকাল ১০টায় খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা দিয়েছে তাদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র দেখে হলে প্রবেশ করতে দেওয়া হবে।
হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভিন্ন হলের থাকবে বিভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের দেওয়া হবে ফুল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।