বানিজ্য ডেস্কঃ
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের উর্ধমুখী দামের সাথে স্থানীয় বাজারের দাম সমন্বয় করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফাকচারার্স অ্যসোসিয়েন।
এর ফলে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে ৭ টাকা।
আগামী ২০ অক্টোবর থেকে এক লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ভোক্তা পর্যায়ে ১৩৬ টাকা। বোতলজাত সয়াবিন তেল এক লিটারের দাম মিল গেটে ১৫০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ১৬০ টাকা।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।