Thursday, January 23, 2025
Homeরাজনীতি২৬ তারিখ আত্মপ্রকাশ করবে নুরদের নতুন রাজনৈতিক দল

২৬ তারিখ আত্মপ্রকাশ করবে নুরদের নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক:

গত মাসে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। বিভিন্ন কারণে তা পেছালেও সেই প্রক্রিয়া একেবারে শেষের দিকে। চলতি মাসের (অক্টোবর) ২৬ তারিখ দলটির ঘোষণা আসবে বলে জানা গেছে।

নবদূতকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তিনি বলেন, এর আগে দল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিলো কিন্তু প্রশাসনিক জটিলতায় ভেন্যু না পাওয়ায় সেটিও পরিবর্তন করে গতকাল আবার ২৬ অক্টোবর প্রোগ্রাম করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে প্রশাসন সহযোগিতা না করলেও ২৬ তারিখ দল ঘোষণার বিষয়ে সব ধরণের প্রস্তুতি চলছে।

আশা করি, সরকার ও প্রশাসন আমাদের দল ঘোষণায় আর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে নামটা চমক হিসেবেই থাকবে বলে জানান তিনি।

তবে এর আগে নূরুল হক নুর জানিয়েছেন ‘গণ অধিকার পরিষদ’ এবং ‘বাংলাদেশ অধিকার পার্টি’-এই দুটো নাম থেকে যে কোনো একটি বেছে নেওয়া হবে। বিশেষ করে নামে অধিকার শব্দটি থাকছে।

দলের স্লোগান ঠিক করা হয়েছে, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। নতুন এই দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়াও তৈরি হয়েছে ইতোমধ্যে। ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামো। নুরুল হক নুরদের গঠিত নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হতে পারেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। 

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, কোনো একটা নির্দিষ্ট আদর্শে আমরা আটকে থাকতে চাই না। আমরা বামপন্থী কিংবা ডানপন্থী নয় আমরা জনগণেরপন্থী হয়ে দল গড়তে চাই। যেখানে দেশপ্রেমিক সবার সম্মিলন ঘটবে। দেশে বিদ্যমান দলগুলো নানা আদর্শের কথা বললেও তারা সেগুলো বাস্তবায়নে কখনো মনযোগ দেয়নি। আমরা এমন কথাসর্বস্ব দল তৈরি করতে চাই না। আমাদের লক্ষ্য দেশের গনতন্ত্র পুনরুদ্ধার করা, সুন্দর একটি দেশ উপহার দেওয়া।

RELATED ARTICLES

Most Popular