Sunday, February 23, 2025
Homeসারাদেশফরিদপুরে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ

ফরিদপুরে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ

নবদূত রিপোর্টঃ

জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লঙ্কারচর এলাকায় মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

সেয়ময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত দ্বারা পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মধুমতী নদীতে পরিচালিত অভিযানে সাত হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়।

RELATED ARTICLES

Most Popular