সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান ও সংখ্যালগুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে লন্ডনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার আয়োজনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েস ফর জাস্টিসের সাধারণ সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, বাংলাদেশ সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটসের সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন, মহাসচিব ব্যারিস্টার আলিমুল হক, মাওলানা রফিক আহমদ, সাংবাদিক মাহবুবুল করিম সোয়েদ, প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, যুক্তরাজ্য শাখার অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না, মিনহাজ সহ আরো অনেকে। যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান ও সংখ্যালগুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। একই সাথে ভারতেও সংখ্যা লগুদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতায় দায়ের হওয়া মামলায় দেশের সাধারণ জনগন কিংবা ভিন্ন মতের মানুষদের অযথা হয়রানি না করার আহবান জানানো হয়েছে। একই সাথে এসব মামলায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের যেসব নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রনোদিত হয়ে গ্রেফতার করা হয়েছে, অতিসত্বর তাদের মুক্তি দিতেও বলা হয়েছে।
সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা ও মামলার বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ ও মানববন্ধন
RELATED ARTICLES