নবদূত রিপোর্টঃ
৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার এই নিষেধাজ্ঞা।
এদিকে নদীতে নামতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জেলারা। এখনো যারা প্রস্তুতি শেষ করতে পারেননি, তারাও শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন।
অক্টোবরের মাস অর্থাৎ, বাংলা মাস আশ্বিনের দুটি অমাবস্যা-পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছর ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময় মা ইলিশ রক্ষা করতে ইলিশ ধরা থেকে বিরত থাকাতে বলা হয়।
আজ সোমবার মধ্যরাত থেকে ইলিশ ধরতে আর কোনো বাধা থাকবে না।