Friday, November 15, 2024
Homeস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯০ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯০ জন

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানা যায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮৬১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর ৭০৩ জন এবং ঢাকার বাইরের ১৫৮ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ২২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২১ হাজার ৭৪১ জন। চলতি বছর মারা গেছে ৮৭ জন ডেঙ্গু রোগী। 

RELATED ARTICLES

Most Popular